আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন হবে, তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব। যেকোনো দল, ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না। রাষ্ট্র সংস্কার আমাদের করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন, হাসান মজুমদার প্রমুখ।

পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে রওনা হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More