করোনা: গেল ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯৭, মৃত্যু ৭

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এর মধ্যদিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি ৬০ জেলায় করোনা রোগী পাওয়া গেছে।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মারা গেছেন ১৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯১৩। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১৩১ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More