কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটির পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।

এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে। শোকের ছায়া নামে বিনোদন অঙ্গনেও। তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। শোক জানিয়েছেন গায়িকা ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। সেই সঙ্গে দেশের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুলটা ওঠানো জরুরি নয়? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসল ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগল এক হাজার! প্রাইভেটকার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেল নির্ধিদ্বায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার? এটা তো বরং আমি বলব এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতাশূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!’

পারশা আরও বলেন, ‘বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিল ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা। ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধ-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গিয়েছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?’

এ দেশে দুর্নীতির কোনো পরিবর্তন হয় না উল্লেখ করে পারশা বলেন, ‘এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি! মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচশ!’

এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More