গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান আনজাম খালেক

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন চুয়াডাঙ্গার গর্বিত সন্তান, খ্যাতিমান সাংবাদিক আনজাম খালেক। গত ০১ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই পদোন্নতির ঘোষণা দেয় গ্লোবাল টেলিভিশন কর্তৃপক্ষ।

আনজাম খালেক বহু বছর ধরে টেলিভিশন সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তার গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং দৃঢ় অবস্থান প্রশংসিত হয়েছে সর্বমহলে। ২০২৪ এর জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করেন এবং আন্দোলনকারীদের পক্ষের বাস্তব চিত্র তুলে ধরেন। তার এই দায়িত্বশীল ও সাহসী ভূমিকার স্বীকৃতি স্বরূপই তাকে বিশেষ প্রতিনিধি পদে পদোন্নতি প্রদান করা হয়।

আনজাম খালেক সাংবাদিকতা পেশায় শুরু থেকেই দক্ষতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। পেশাগত জীবনে তিনি দেশের প্রথম সারির বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। এসএ টিভি, সময় টেলিভিশন, একুশে টেলিভিশন, ভয়েস টেলিভিশন ও আনন্দ টেলিভিশন-এ তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করেছেন এবং প্রতিটি প্রতিষ্ঠানে নিজের মেধা ও পেশাদারিত্বের ছাপ রেখেছেন।

চুয়াডাঙ্গার সাংবাদিক মহলেও তিনি অত্যন্ত সুপরিচিত। তিনি জনপ্রিয় স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়মিত লেখালেখি ও সম্পাদনা কাজে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি জেলার কয়েকটি স্থানীয় পত্রিকায়ও এর আগে প্রতিবেদন প্রকাশ করেছেন।

পেশাগত কাজের বাইরে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন আনজাম খালেক। তিনি “ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)” নামক সাংবাদিকদের সক্রিয় সংগঠনের আহবায়ক হিসেবে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। সংগঠনের মাধ্যমে তিনি তরুণ ও উদ্যমী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও নৈতিক দিকনির্দেশনার উদ্যোগ নিয়েছেন।

আনজাম খালেক চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল গনি ও মোছা. বিলকিস বানু দম্পতির কনিষ্ঠ পুত্র। শিক্ষা জীবনেও তিনি ছিলেন মেধাবী ও সক্রিয়। চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সুনামের সঙ্গে পড়াশোনা শেষে তিনি ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরে সাংবাদিকতায় যুক্ত হন।

তার এই পদোন্নতিতে চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং বন্ধু মহলে আনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

চুয়াডাঙ্গা তথা দেশের একজন কৃতি সাংবাদিক হিসেবে আনজাম খালেকের এই অর্জন সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More