ঘুস দিয়ে চাকরি নেওয়া জায়েজ?

প্রশ্ন: বর্তমানে অনেক পরিবার সন্তানকে সরকারি চাকুরি করাতে উৎসাহ দেয়। কিন্তু কখনো কখনো ঘুস ছাড়া চাকরি পাওয়া সম্ভব হয় না। প্রশ্ন হলো—ঘুস দিয়ে চাকুরি নেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? এতে বেতন হালাল হবে কি না?

উত্তর: ইসলামে ঘুস দেওয়া ও নেওয়া উভয়ই কঠোরভাবে নিষিদ্ধ। নবী করীম সা. ইরশাদ করেছেন—“আল্লাহ তাআলা ঘুস প্রদানকারী ও গ্রহণকারীকে অভিশাপ করেছেন।”

শরীয়তের আলোকে এর বিস্তারিত হুকুম হল।

১. প্রার্থী যদি যোগ্য হয়, কিন্তু অন্যায়ভাবে ঘুস ছাড়া চাকরি পাওয়ার উপায় না থাকে, তাহলে এ অবস্থায় চাকরি পাওয়ার জন্য ঘুস দেওয়া দোষের নয়। তবে গুনাহ হবে ঘুস গ্রহণকারীর। আর চাকরির বেতন হালাল গণ্য হবে, কারণ তা কাজ ও পরিশ্রমের বিনিময়ে পাওয়া।

২. প্রার্থী যদি অযোগ্য হয়

যদি পদে যোগ্য না হয়েও ঘুস দিয়ে চাকরি নেয়, তবে এটি সম্পূর্ণরূপে হারাম। এতে চাকরি নেয়া জায়েজ নয় এবং বেতনও হারাম হবে।

সূত্র: মুসনাদে আহমদ, হাদিস নং ৬৮৩০; সুনান ইবনে মাজাহ, হাদিস নং ২৩১৩; রদ্দুল মুহতার (৯/৬০৭, ৮/৩৫); ফাতহুল কাদীর (৭/২৫৫); বাহরুর রায়েক (৬/২৬২);

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More