চুয়াডাঙ্গায় ৪৬তম বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক বিজ্ঞান ও প্রযুক্তির সতর্ক ব্যবহার করে দেশকে এগিয়ে নেয়া ও মানবকল্যাণ সম্ভব
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেছেন, আমরা বিশ্বের অনেক দেশের তুলনায় এখনো পিছিয়ে আছি। আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সতর্ক ব্যবহার করে দেশকে এগিয়ে নেয়া ও মানবকল্যাণ সম্ভব। গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এমন মন্তব্য করেন। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার দুপুরে এর সমাপনী অনুষ্ঠিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্তণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬টি স্টল বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে আহমেদ মাহবুব-উল-ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি তুলে ধরে বলেন, ঘুরে ফিরে বারবার একটি আশঙ্কায় আমাদের ভেতর কাজ করে, আমরা প্রযুক্তির নেগেটিভ ব্যবহার করছি কীনা? নারী সমাজকে অবমূল্যায়ন করছি কীনা ? আমরা কুসংস্কারে বিশ্বাস করছি কীনা? ফেসবুকে অপপ্রচার করে সমাজকে বিভ্রান্ত করছি কীনা? আমাদের খুদে বিজ্ঞানীদের অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যমণি সম্বোধন করে এ অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এ ধরণের মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, অন্তর্নিহীত কোয়ালিটিকে ফুটিয়ে তোলা সম্ভব। বিজ্ঞানের আবিস্কার একটি সফলতা। আর সফলতা হলো অবিরাম অগ্রযাত্রা। তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, নিয়ন্ত্রিত ও ইতিবাচক ব্যবহার না করতে পারি তাহলে সভ্যতা ধরে রাখতে পারব না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে বিজ্ঞানের প্রয়োগ অত্যন্ত পরিশিলিতভাবে করা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশবান্ধব করতে না পারি, টেকসই করতে না পারি, এখন যদি ভোগবাদিতাই লিপ্ত থাকি, বর্তমান সময়কে বেশি প্রাধান্য দিই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ, দেশ এবং পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা করতে না পারি, আমাদের সম্পদের ক্ষয় যদি এখনই করে ফেলি, রিসোর্সের ব্যবহার যদি এখনই করে ফেলি নিরাপদ পরিবেশ, সোসাইটি আমরা রাখতে পারব না। মালিক আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) নুরুল হুদা মনির। অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন জিহাদ ও দামুড়হুদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেহেরাব হোসেন বক্তব্য রাখেন। স্কুল শিক্ষক রফিকুল ইসলাম কোরআন তেলাওয়াত ও সুনিল মল্লিক গীতা পাঠ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.