চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যৌথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান তরুণদের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে
স্টাফ রিপোর্টার: আগামী ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার’ বিষয়ক সেমিনার ও ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি যৌথসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, হঠাৎ করে রাজনীতিতে এসে জনগণের পালস বুঝে যাবেন, এত সহজ না। তরুণ প্রজন্মের কেউ কেউ হয়তো না বুঝে মরিচিকার পেছনে ছুটছেন, তাদেরকে বলবো আবেগ পরিত্যাগ করে বাস্তবমুখী হওয়ার জন্য। বিএনপি লুন্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করেছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তারুণ্যের ভাবনাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তারুণ্য নির্ভর রাজনীতি করে আসছি। তরুণদের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫ বছর রাজপথে ছিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। ৫ আগস্টের পর কোন কোন গোষ্ঠী উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে তরুণদের বিভ্রান্ত করছে। তরুণদের বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গবেষণা সেল রয়েছে। তরুনদের চাহিদা নিয়ে আমাদের দলের সুচিন্তিত কর্মপরিকল্পনা আছে। চুয়াডাঙ্গায় সদর উপজেলা, পৌর শাখা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমাবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী ও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হাসান প্রমুখ। এদিকে, আলমডাঙ্গা উপজেলা, পৌর শাখা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ। স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর উজ্জ্বল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল প্রমুখ। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শান্ত আহমেদ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.