চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য মাসিক সভা অনুষ্ঠিত মালিক বিহীন গরু বিরুদ্ধে ব্যবস্থাসহ যানজট নিরসনের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের মালিক বিহীন গরুর অবাধ বিচরণ বৃদ্ধি পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ থেকে মাইকিং করা হবে। গরু গুলোর মালিক খুঁজে পাওয়া না গেলে প্রয়োজনে নিলামে বিক্রি করা হবে। এছাড়াও অটোরিকশা রেখে যানজট সৃষ্টি রোধে প্রশাসন শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে। রেজিস্ট্রেশনহীন যানবহন যাতে সড়কে চলাচল করতে না সেদিকেও নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভায় এ তাগিদ দেয়াসহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের সর্বাত্মক সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। বলা হয়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সভায় গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পাঠ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিউল আজম। তিনি জেলার ৫টি থানায় গত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা, ৬ বিজিবির পরিবচালক লে. কর্ণেল নাজমুল হাসান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সারোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক বিদ্যুত কুমার বিশ্বাস, ছাত্র প্রতিনিধি সাফফাতুল ইসলাম প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় সদস্যগণ জানান, চুয়াডাঙ্গায় শহরে রাতে উঠতি বয়সী যুবকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, শহীদ হাসান চত্বরে যানযট নিরসনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এলাকায় ট্রাফিক দেয়া, ওভার ব্রিজের নির্মাণের কারণে রেলবাজার সড়কে দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, রাস্তার দুই ধারে যেসব ব্যবসায়ী অবৈধভাবে জায়গা দখল করেছে, তার সমাধান করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, দর্শনা সরকারি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামসেদুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, গাংনী র‌্যাব-১২ ডিএডি আবু জাফর, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা তথ্য অফিসার শিল্পী ম-ল, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিজিএফআই প্রতিনিধি বিল্লাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, বিএনপি নেতা খন্দকার আব্দুল জাব্বার সোনা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ। সভায় আইন-শৃঙ্খলা ছাড়াও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More