চুয়াডাঙ্গা-মেহেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: সারাদেশের সাথে চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথ এ অনুষ্ঠানের আয়োজন করে। শপথ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের শপথ গ্রহণ, শহিদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। সারাদেশের সাথে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ জেলা ও উপজেলা পর্যায়ে সংযুক্ত ছিলেন। “জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে” এ আহ্বান জানিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “এটি কেবল একটি শপথ অনুষ্ঠান নয়, বরং একটি নতুন সামাজিক চুক্তির সূচনা।” তিনি বলেন, “আজ আমরা শুধু একটি সমাবেশ করতে আসিনি, আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যে স্বপ্ন দেখা হয়েছিলো একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও মর্যাদার বাংলাদেশ আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।” তিনি আরও বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ। রাষ্ট্র আর দূরের কোনো অচেনা প্রতিষ্ঠান নয় রাষ্ট্র হবে মানুষের সবচেয়ে কাছের বন্ধু।” দুই মন্ত্রণালয়ের সকল সেবা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিটি সেবা দুর্বল ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। আমরা মন্ত্রণালয় কাঠামো পুনর্বিন্যাস করে বৈজ্ঞানিক উপায়ে উপকারভোগীর কাছে তাদের প্রাপ্য ভাতা পৌঁছে দিচ্ছি।” নারী ও শিশু সুরক্ষার প্রশ্নে তিনি বলেন, “এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না।” তিনি আরও জানান, “নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয় এই দুটি নম্বর হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, সুরক্ষার বর্ম। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি নারী সম্মানের সঙ্গে বাঁচবে, প্রতিটি শিশু নির্ভয়ে বেড়ে উঠবে।”
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ৩৬ দিনের হলেও তাদের চেতনা গ্রামপর্যায়ে পৌঁছাতে পারবো। প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ করতে হবে। যে যার অবস্থান থেকে অংশ গ্রহণ করতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষা করতে হবে। জুলাইয়ের স্পিরিট ধারণ করে চলতে হবে। যার যার অবস্থান থেকে বৈষম্যহীন সমাজ গঠন করতে পারবো। শপথ বাক্য যেন বাক্যের মধ্যে নয়, কর্মের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতের শহিদী মর্যাদা এবং বেহেস্ত নসিব করুন। প্রত্যেকের সু-স্বাস্থ্য কামনা করছি। অনুষ্ঠানে অধ্যাপক সিদ্দিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জুলাই শহীদ শাহরিয়ার শুভর পিতা মো. আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, জুলাইযোদ্ধা মাহফুজ হোসেন, তামান্না খাতুন, হাসনা জাহান খুশবু ও সমাজকর্মী জেলা জাসাসের সেক্রেটারি সেলিমুল হাবীব বক্তব্য রাখেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভাচুর্য়াল) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর। শতাধিক যুবক-যুবতি, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজদেরকেও। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে জাহান ববি, দামুড়হুদা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা পৌর বিএনপির নেতা হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দামুড়হুদা উপজেলা আহ্বায়ক আজহারুল ইসলাম সোহান, সদস্য সচিব মো. রাশেদ হাসান, যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ রাব্বি, যুগ্ম সদস্য সচিব আবু তালহা, জুবায়ের হোসেন স্বাদ, মুখ্য সংগঠক রাকিব আল হাসানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ভার্চুয়ালিতে জুলাই মাসে ‘পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, আইসিটি কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে সমাজসেবা অফিসের পক্ষ হতে নিধিকুন্ডু গ্রামের ইমরান খানের কন্যা প্রতিবন্ধী আনিশাকে (৬) হুইল চেয়ার প্রদান করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শনিবার সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আশাদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীর, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলামসহ সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খন্দকার মুইজ ও রাব্বি হাসনাত বক্তব্য রাখেন। শপথ পাঠের মাধ্যমে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের সমাপ্তি টানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসের রেজি কাজী আবুল মনসুর।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ ‘লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচিতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান। এতে অংশগ্রহণকারীরা একটি মানবিক, নৈতিক, যতœশীল, সহিংসতামুক্ত, দারিদ্রমুক্ত, সাম্য ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার কারেন। শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচি শেষ হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও সেবা মেলায় বিভিন্ন স্টলে সেবা প্রদান করা হয়। গতকাল শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, সমাজ সেবা কর্মকর্তা মমিনুর রহমান, হাসানুজ্জামান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, শহর সমাজ কর্মকর্তা আফাজ উদ্দীন, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্ত, ডাক্তার সাদিফ ইয়ামিন রাহাত, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-পরিচালক শাহনুর রেজা, প্রকল্প কর্মকর্তা পৃথা মন্ডলসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্টল ঘুরে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ও গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন। এমবিবিএস ডাক্তার দ্বারা ডায়বেটিস ফ্রি পরীক্ষা করা হয়, ৫০ বতল স্যানিটাইজার বিতরণ, ৫০টি মশারী বিতরণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, ৫০টি ছাতা বিতরণ, ১০ প্যাকেট মাক্স বিতরণ, ডিজিটাল মিটারে ওজন মাপা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
মিরপুর প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ার মিরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে মিরপুর উপজেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম। এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক নিশান ইসলাম, মুখপাত্র সিলভিয়া সাথী, উপজেলা সংগঠক নিলয় আহমেদ, রনি আহমেদ, ছাত্রনেতা ফরিদ আলী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.