ঢাবি’র শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা : শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেকোন সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেছেন ডুয়ার আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যে কোনো প্রয়োজনে আমাদের অফিসে চলে আসবা। ডুয়া সবসময় তোমাদের পাশে থাকবে। গতকাল শনিবার সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধন সভায় এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যে কোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোন সময় হতাশ হবা না কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি। সাক্ষাৎকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী, মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ। ৫ জুলাই থেকে অ্যাসোসিয়েশনের অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এরপর ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই সাক্ষাৎকার নিবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিদিন বেলা ১১টায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। প্রথম দিন অর্থাৎ ৫ ও ৬ জুলাই আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। যেসব শিক্ষার্থীর আবেদনের ক্রমিক নম্বর ১১০৭ থেকে ১২৬৪ তাদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে। এদেরকে ‘জ’ গ্রুপে আখ্যায়িত করা হয়েছে।
৯ ও ১০ জুলাই তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৭৯১ থেকে ৯৪৮ (চ গ্রুপ), ৪৭৫ থেকে ৬৩২ (ঘ গ্রুপ) ও ৩১৭ থেকে ৪৭৪ (গ গ্রুপ) ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১১ ও ১২ জুলাইও তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৯৪৯ থেকে ১১০৬ (ছ গ্রুপ), ১৫৯ থেকে ৩১৬ (খ গ্রুপ) ও ১ থেকে ১৫৮ (ক গ্রুপ), গ্রুপ (ঙ) ৬৩৩ থেকে ৭৯০ ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More