দামুড়হুদার নাটুদা ফকিরপাড়ায় যুবকদের অভিনব উদ্যোগে গাছের উপরে মাচাল:এমন ব্যতিক্রমী কান্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি।

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কিছু যুবকরা গরম থেকে রক্ষা পেতে গাছের উপর মাচাল তৈরির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। জানা গেছে গতকাল রবিবার সকালে মুজিবনগর সড়কের পাশে একটি বড় কড়ই গাছের ডালে বাঁশ ও দড়ি ব্যবহারে এই বিশেষ মাচাল তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড দাবদাহ আর বিদ্যুৎ সংকটে যখন জনজীবন অতিষ্ঠ, তখন প্রাকৃতিক ছায়া আর খোলা বাতাসে কিছুটা স্বস্তি পেতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। গাছের উপর মাচাল দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই তা দেখতে ভিড় জমাচ্ছেন সড়কের পাশে।
এই প্রথমবার যুবকরা ব্যতিক্রমী কায়দায় গাছের উপরে বসার ব্যবস্থা করেছে। এটা একদিকে যেমন সৃজনশীলতা, অন্যদিকে গরমে স্বস্তি পাওয়ার একটা দারুণ পন্থা।
ফকিরপাড়া গ্রামের যুবক সোহেল ও বায়েজিদ বলেন,আমাদের কয়েকজনের শখ থেকেই বানিয়েছি। ভাবিনি এত মানুষ দেখে যাবে। তবে যদি অন্যরাও উৎসাহ পায়,সেটাই আমাদের সফলতা।
পথচারীরা বলছেন বসার জায়গাটি এখন ফকিরপাড়া ও আশপাশের যুবকদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। কেউ কেউ এটাকে গাছের বারান্দা বলেও ডাকছে তবে এলাকায় এটাই প্রথমবার গাছের উপর মাচাল তৈরির নজির, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More