পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম

পিআর বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি অনির্বাচিত সরকার আনার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তাই বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে গণতান্ত্রিক পথে ফিরে আসুন।

আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More