ভারতের কোচ হতে আগ্রহী জাভি, টাকার অভাবে তাকে পাচ্ছে না ফেডারেশন

এমন সুযোগ কেউ বুঝি হেলায় হারায়? সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার কোচ হিসেবেও বেশ সফল, সেই জাভি এর্নান্দেজ কোচ হতে চেয়েছিলেন ভারতের। সেই তাকে কি-না টাকার অভাবে কোচ করে আনতে পারল না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন!

ভারতের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজছে এআইএফএফ। এই তালিকায় অনেক পরিচিত নামের সঙ্গে হঠাৎ করেই উঠে এসেছে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজের নাম। বিষয়টি সবাইকে চমকে দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, লিভারপুলের সাবেক ফুটবলার হ্যারি কিউয়েল, ভারতের খালিদ জামিল—এসব পরিচিত কোচদের পাশাপাশি ছিল জাভির নামও। তিনি নিজের ইমেইল আইডি থেকেই আবেদন পাঠিয়েছিলেন। তবে অন্যদের মতো তার যোগাযোগ নম্বর লেখা ছিল না।

এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুভ্রতা পাল বলেন, ‘এটা ঠিক, জাভির নাম ছিল। ইমেইলের মাধ্যমে আবেদন করা হয়েছিল।’ তবে শেষ পর্যন্ত এই কিংবদন্তির আবেদন বাতিল করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ, তার পেছনে খরচ হবে প্রচুর টাকা।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ধরুন, জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে বোঝানোও যেত। তবুও তাকে নেওয়ার জন্য আমাদের অনেক টাকা লাগত।’

এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন বলে তিনি ভারতীয় ফুটবল নিয়মিত অনুসরণ করেন।

খেলার মাঠে জাভি ছিলেন এক বিস্ময়কর ফুটবলার। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা এই মিডফিল্ডার খেলেছেন ক্লাবটির হয়ে ৭৬৭টি ম্যাচ। তার আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্জিও বুসকেটসের সঙ্গে গড়া মিডফিল্ড ত্রয়ী আজও স্মরণীয় হয়ে আছে ফুটবল ইতিহাসে। বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, যার মধ্যে দুটি ছিল ‘ট্রেবল’ (একই মৌসুমে তিনটি বড় ট্রফি)। ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর খেলেছেন কাতারের আল-সাদ ক্লাবে, যেখানে জিতেছেন আরও চারটি ট্রফি।

২০১৯ সালে অবসর নেওয়ার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন। সেখানেও সফলতা পেয়েছেন তিনি। বার্সেলোনাকে জিতিয়েছেন ২০২৩ সালের সুপারকোপা ও ২০২২-২৩ মৌসুমের লা লিগা শিরোপা। স্পেন জাতীয় দলের হয়েও তার রয়েছে দারুণ অর্জন। তিনি জিতেছেন ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের ফিফা বিশ্বকাপ।

সেই জাভি যদি ভারতীয় দলের কোচ হতেন, তবে সেটা হতো ভারতের ফুটবলে নতুন এক জোয়ারই নিয়ে আসতে পারত। কিন্তু আর্থিক অনটনের কারণে সে সম্ভাবনা অঙ্কুরেই শেষ হয়ে গেল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More