মেহেরপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বাবু জয়ন্ত কুমার কু-ু নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে

মেহেরপুর অফিস: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘসময় নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। অনেকেই বলেন বিএনপি গত ১৬ বছরে আন্দোলন করে হাসিনার কিছু করতে পারেনি তাই গত আন্দোলনে কোন ক্রেডিট নাকি বিএনপি পাবে না। তবুও আমাদের দুঃখ নাই, তাদের প্রতি আমাদের ক্ষোভ নাই। আমাদের ভরসা জনগণের প্রতি। জনগণের ভালোবাসা পেলেই আমরা স্বার্থক। আজকে কেউ কেউ বলছেন নির্বাচন প্রতিহত করা হবে। কেউ বলছেন এখন নির্বাচনের সময় নয়, নির্বাচন আরও পিছিয়ে দিতে হবে। আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন না হয়, একটি জাতীয় সংসদ গঠিত না হয়, একটি সরকার গঠিত না হয় তাহলে যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের প্রতিবেশী দেশে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন পক্ষান্তরে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সফল হবে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আজ আমরা কি পেয়েছি, আর কি পেলাম আর কি পবো আমরা বিএনপির নেতাকর্মীরা সেই হিসাব করে দল করি না। আমরা শুধু বাংলাদেশের হিসাব করি। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে যারা দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে সেই দলের নেত্রী হচ্ছে পলাতক হাসিনা। আরেকটি দল আছেন যারা লাহোর কিংবা করাচিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরেন সেই দলটি কি আপনারা অবশ্যয় জানেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেই দলের কি ভূমিকা ছিলো সেটাও আপনারা জানেন। আমরা একমাত্র শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা যারা অন্য দেশে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরি না, আমরা বাংলাদেশে বৃষ্টি হলেই বাংলাদেশে ছাতা ধরি। বাংলাদেশে পাথরের মতো চেপে বসা একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের প্রধান যিনি ছিলেন সেই শেখ হাসিনা তার দলবলসহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা তাদের কেন ফ্যাসিবাদ বলি কারণ হাসিনার সরকার কখনও জনগণের মতামতকে প্রধান্য দেয়নি। হাসিনার সরকার কখনও জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। এমনকি হাসিনা তার দলের জৈষ্ঠ্য নেতাদের কথা পর্যন্ত শোনেননি। অর্থাৎ এক দল, এক দেশ, এক এই পদ্ধতিতে হাসিনা চলেছেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। জেলা বিএনপি’র সদস্য মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, সদস্য মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. হাফিজুর রহমান, মো. খাইরুল বাশার ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More