সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননায় ভূষিত হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলহাজ সাহিদুজ্জামান টরিক

স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ এ ভূষিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ সাহিদুজ্জামান টরিক। রোববার সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেয়া হয় সাহিদুজ্জামান টরিকের হাতে। অগ্রণী ব্যাংক লিমিটেডের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড এ আয়োজন করে। আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ এ ভূষিত সাহিদুজ্জামান টরিকের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। এই অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিংসহ সিঙ্গাপুর অবস্থানরত বাংলাদেশ ব্যবসায়ী ও প্রবাসী, বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলহাজ সাহিদুজ্জামান টরিক পর পর ৬ বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার সম্মাননাও পেয়েছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More