দামুড়হুদার বোয়ালমারী গ্রামের সত্যবিবি ১২০ বছর বয়সেও লাঠি ছাড়াই চলাফেরা করেন

রবিউল ইসলাম বাবু: দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের প্রবীণ নারী সত্যবিবি খাতুন। বয়সের শতক পেরিয়ে ১২০ বছরেও এখনো স্বাভাবিক জীবনযাপন করছেন। বয়সের ভারে অসুস্থ বা বিছানায় শুয়ে থাকার কথা ছিল বর্তমান প্রেক্ষাপটে সত্যবিবির। কিন্তু ব্যতিক্রমী ভাব প্রকাশ করেছেন লাঠিতে ভর দিয়ে সাবলীলভাবে চলাফেরা করায়। আশপাশের মানুষের কাছে তিনি এক বিস্ময়ের নাম। সত্যবিবি খাতুন বোয়ালমারী গ্রামের মৃত মোনতাজ আলীর স্ত্রী। গতকাল রোববার দুপুরে সত্যবিবির পারিবারিক সূত্রে জানা গেছে, শত কুড়ির বয়স হলেও সত্যবিবি খাতুনকে নিয়ে পরিবারের কোনো বাড়তি ঝামেলা নেই। তিনি নিজের কাজ নিজেই করতে পারেন এবং কথা বলেন একদম স্পষ্টভাবে। স্থানীয়রা জানান, এত দীর্ঘসময় জীবিত থেকে নিজের শক্তিতে চলাফেরা করা সত্যিই বিরল। কেউ কেউ বলেন, ১০০ বা ১১০ বছর পর্যন্ত কেউ বাঁচতে পারেন, কিন্তু সত্য বিবির মতো এমন রেকর্ড কেউ করেননি এই এলাকায়। এতে যুবকরাও বিস্ময় প্রকাশ করেছে যে, এখনকার মানুষ ৫০/৬০ বছরেই নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অথচ সত্য বিবি যেন প্রমাণ করে দিলেন সবই আল্লাহর ইচ্ছা ও সৃষ্টি। প্রতিবেশী রাজিয়া খাতুন জানান, এই গ্রামে বিয়ে হয়ে এসেছি ৫০ বছর হলো। তখন থেকেই সত্য বিবিকে এভাবেই দেখে আসছি। আল্লাহ যেন আরও হায়াত দেন। এ বিষয়ে বোয়ালমারী গ্রামের ইউপি সদস্য ছানারুল বলেন, বড়দের মুখে শুনেছি এবং আমিও নিজের চোখে দেখছি সত্যবিবি আমাদের সবার মাঝে আছেন, সুস্থভাবে চলাফেরা করছেন। এটা আমাদের গ্রামের জন্য গর্ব। সত্যবিবির দীর্ঘায়ু জীবন আজ এলাকার মানুষের মধ্যে এক প্রেরণার গল্প হয়ে উঠেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More