ইউক্রেনে যে কোনো কারণ বা পরিস্থিতিতে ন্যাটো সেনাদের উপস্থিতি মস্কোর কাছে একেবারেই অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ কর্মকর্তাদের ‘একটি আনুমানিক সামরিক মিশন’ সম্পর্কে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর আরটির।
তিনি লন্ডনের বিরুদ্ধে মস্কো এবং ওয়াশিংটনের ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টার অভিযোগে এনেছেন।
জাখারোভা বলেন, ‘লন্ডন ক্রমাগত সংঘাতের পূর্বাভাস বাড়িয়ে তার ন্যাটো অংশীদারদের একটি বিপজ্জনক রেখার দিকে ঠেলে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যার বাইরে একটি নতুন বৈশ্বিক সংঘাত রয়েছে।’
রুশ এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, ‘আমরা একাধিকবার যে অবস্থানের কথা বলেছি তা আমরা পুনর্ব্যক্ত করছি, আমরা ন্যাটোর সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্র থেকে ইউক্রেনে সামরিক বাহিনী মোতায়েন হবে, এমন যে কোনো পরিস্থিতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এর আগে সতর্ক করেছিলেন, ইউক্রেনে ন্যাটো সেনাদের আগমন তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে।
গত মার্চ মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিয়েভ এবং মস্কোর মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্ত হলে , সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য স্থল ও বিমান বাহিনী সরবরাহের জন্য ‘ইচ্ছুকদের জোট’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
তবে জার্মানি, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া- তাদের সামরিক কর্মী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে।
এই মাসের দ্য সানডে টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্যের এক প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘কেউই তাদের সেনাদের ইউক্রেনে মৃত্যুর জন্য পাঠাতে চায় না। ’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.