ইরানে আদালত ভবনে গ্রেনেড হামলায় নিহত ৮

মাথাভাঙ্গা মনিটর: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে গ্রেনেড হামলায় কমপক্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্টীয় গণমাধ্যম। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন হামলাকারী নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল শনিবার সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানে বন্দুকধারীদের ছোড়া গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে একজন মা ও শিশুও রয়েছেন বলে নিশ্চিত করেছেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) আঞ্চলিক সদর দফতরের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর পরই তৎপর হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং তাদের গুলিতে ৩ জন হামলাকারী নিহত হয়েছে। এদিকে পাকিস্তান-ভিত্তিক (ইরানেও সক্রিয়) বালুচ সশস্ত্র গোষ্ঠী ‘জইশ আল-আদল’ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More