ইসরাইলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ

স্টাফ রিপোর্টার: গাঁজায় ইসরাইলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো একমত হতে পারছে না। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউর ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।

আলোচনায় ইসরাইলি স্টার্টআপে ইইউর অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনো যথেষ্ট সমর্থন মেলেনি। ফলে কঠোর কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি।

স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরাইলের ওপর কড়া চাপ দিতে। অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরাইলবিরোধী কোনো পদক্ষেপে রাজি নয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে। কিছু না করলে কোনো ফল আসবে না।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি। ইসরাইলকে পথ বদলাতে হবে। শুধু কথায় হবে না, নিষেধাজ্ঞায় যেতে হবে।

তবে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, আজ কোনো সিদ্ধান্ত হবে না। এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত।

এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘের সহযোগী সংস্থা আইপিসি জানিয়েছে। কিন্তু ইসরাইল বিষয়টি অস্বীকার করেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More