ইসরাইলের নতুন কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে

ভবিষ্যতে ইসরাইলের নতুন কোনো হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য ইব্রাহিম আজিজি।

শনিবার (৬ সেপ্টেম্বর) ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরান ও তার সশস্ত্র বাহিনী যদি আবারও ইসরাইল বা তার মিত্রদের হামলার মুখোমুখি হয়, তবে তারা কঠোর ও চূড়ান্ত জবাব দেবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘এইবার আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর ও সিদ্ধান্তমূলক হবে।’

তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে জুন মাসের ১২ দিনের যুদ্ধে তারা একা ছিল না — এই যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ ইসরাইলকে সামরিকভাবে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, ‘এই সংঘর্ষকে কেবল ইরান ও ইসরাইলের যুদ্ধ হিসেবে দেখলে ভুল হবে, বরং একাধিক দেশ এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।’

আজিজি আরও জানান, ইরানের সামরিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে মার্কিন দূত স্টিভ উইটকফ-এর মাধ্যমে যুদ্ধবিরতির বার্তা পাঠায়।

তিনি বলেন, ‘তারা এখন ইরানের ক্ষমতা বুঝতে পেরেছে।’

চলতি বছরের ১২ জুন ইরানে হামলা শুরু করে ইসরাইল। এতে বহু শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন।

এর প্রতিক্রিয়ায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে একটি শক্তিশালী এবং নজিরবিহীন প্রতিশোধমূলক অভিযান চালায়। এই অভিযানে প্রথমবারের মতো বহু দেশীয়ভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত হানে।

এরপর গত ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More