মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩১ জন নিহত ও আরও ১৫৯ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে ভয়াবহ এই হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ৩১ জনের মধ্যে ১৬ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কমবয়সি নিহত শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্যোশাল মিডিয়া টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানীর পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হতাহতের ঘটনা ঘটেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.