মাথাভাঙ্গা মনিটর: প্রতি বছর উদীয়মান সূর্যের দেশে হাজার হাজার মানুষ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন। চাকরি, পরিবার, ঘরবাড়ি—সব কিছু ছেড়ে তারা নতুন জীবনের পথে পা বাড়ান, যেন পুরনো পরিচয় মুছে ফেলে অন্য এক অস্তিত্বে জন্ম নিচ্ছেন। এই স্বেচ্ছা অন্তর্ধানকারীদের জাপানে বলা হয় ‘জোহাৎসু’। যার অর্থ—সম্পূর্ণভাবে উবে যাওয়া। কেন এই পথ বেছে নেন মানুষ? কারণের তালিকা দীর্ঘ—বড় ঋণের চাপ, ব্যর্থ সম্পর্ক, পারিবারিক নির্যাতন, কিংবা সমাজের অদৃশ্য বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা। কারও কারও জন্য এটি বেঁচে থাকার শেষ চেষ্টা, আবার কারও কাছে পুরনো জীবনের শৃঙ্খল ছিঁড়ে ফেলার সুযোগ। জাপানে রয়েছে এক বিশেষ ধরনের ব্যবসা—‘ইয়োনিগেয়া’ বা ‘নাইট মুভার্স’। এই সংস্থাগুলি টাকার বিনিময়ে মানুষকে নিখোঁজ হতে সাহায্য করে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.