গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ইসরাইলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, গাজায় ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে।

রবিবার এক্সে আলবানিজ লিখেছেন, ‘খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।’

এই আহ্বান জানানোর আগে উয়েফা সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানায়। তাকে ‘ফিলিস্তিনি পেলে’ বলে উল্লেখ করে উয়েফা।

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বুধবার দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতে ৪১ বছর বয়সী আল-ওবেইদ নিহত হন। তিনি গাজায় জন্মগ্রহণ করেন এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি ফিলিস্তিনি ফুটবল ইতিহাসের উজ্জ্বলতম তারকাদের একজন। জাতীয় দলের হয়ে ২৪টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন এবং দুটি গোল করেছেন।

আলবানিজ আরও লিখেছেন, ‘এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।’

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় ৮০০-র বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। খেলাধুলার অঙ্গন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমাবর্ষণ, দুর্ভিক্ষ এবং অবকাঠামো ধসে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬১ হাজার ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More