গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময় এ হামলা চালানো হয়। হাসপাতালের সূত্র এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন। এছাড়া ঘনবসতিপূর্ণ আল–শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More