মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণের খোঁজে থাকা মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্য সংকটের কারণে অপুষ্টিতে একই দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজার বড় একটি অংশ এখন ‘ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। গাজা সিটির একটি আবাসিক ভবনে বিমান হামলায় আটজন এবং তুফাহ এলাকায় আরও দু’জন নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে। ইসরায়েল সম্প্রতি গাজা সিটিতে তাদের হামলা আরও তীব্র করেছে। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা শহরটি দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.