মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। এমনকি ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোর ওপর অব্যাহত রয়েছে ইসরায়েলের অবরোধ। যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে খাবার খুঁজতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। সেখানে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এর মধ্যেই অনাহারে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টির কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশুও রয়েছে। এতে আরও বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত গাজায় অনাহারে ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০ জন শিশু।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.