মাথাভাঙ্গা মনিটর: গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গাজা উপত্যকার উত্তরে একটি স্কুল ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আল জাজিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরাইলি বিমানবাহিনী জাবালিয়ার একটি বালিকা বিদ্যালয়ে ধারাবাহিক বোমা হামলা চালায়। এ বিদ্যালয়টি গাজার উত্তরাংশে অবস্থিত। বোমা হামলার সময় স্কুল ভবনটিতে অবস্থানরত অন্তত ১৫ জন শরণার্থী নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এদিকে সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত কিছু দিনের পুরনো হামলায় নিহত আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.