জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা জানান। খবর বার্তা সংস্থা মেহের’র।

ওয়াইসি’র ওয়েবসাইটে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রীদের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ‘ইসরাইলের সদস্যপদ লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞার কারণে, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ … ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। উপরন্তু, জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত।’

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি উদ্যোগ ইসরাইলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ … ইসরাইলের ইসরায়েলের একগুঁয়েমি এবং মধ্যস্থতাকারীদের তুষ্টিকরণের প্রচেষ্টার প্রতি সাড়া দিতে অস্বীকৃতির নিন্দা প্রকাশ করছে, যদিও উপত্যকাটির বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার প্রায় দুবছর পেরিয়ে গেছে। ’

এতে আরও বলা হয়েছে, ‘এটি চলমান যুদ্ধ ও অবরোধের জন্য ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দীদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে। ’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলি। প্রায় দুই বছর ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৬২,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও উপত্যকাটিতে যুদ্ধ চালানোর জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More