মাথাভাঙ্গা মনিটর: কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই বেসমারিক। এর জেরে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত যোগাযোগ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে থাই সরকার। ফিরে আসতে বলা হয়েছে, কম্বোডিয়ায় বসবাসকারী থাই নাগরিকদের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই গোলাগুলি হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে। থাই প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও আছে। একজন সরকারি কর্মকর্তার বরাতে থাইল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাই পিবিএস জানিয়েছে, কম্বোডিয়া সকালে থাইল্যান্ডের একটি গ্রামের মাঝখানে দুটি বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটেছে সুরিন প্রদেশের কব চুয়াং জেলায়। নিরাপত্তার কারণে ৮৬টি গ্রামের ৩০ থেকে ৪০ হাজার বাসিন্দাকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.