স্টাফ রিপোর্টার:দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রভিন্সে আর-৮১ সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১২ নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুন্নিক এবং গা-সেকগোপোর মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ বছরের কন্যাশিশু ও ১ জন পুরুষ মিনিবাস ড্রাইভার রয়েছেন। তারা সবাই একটি মিনিবাস ট্যাক্সিতে ছিলেন। তবে কতজন আহত হয়েছেন তাদের সংখ্যা জানা যায়নি।
স্থানীয় সময় রোববার দুপুরে মুন্নিক এবং গা-সেকগোপোর মধ্যে আর-৮১ মহাসড়কে একটি ট্রাক ব্রেক ফেল করে একটি মিনিবাসকে ধাক্কা দিয়ে সামনের আরেকটি ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিহতরা সবাই মিনিবাস ট্যাক্সির যাত্রী ছিলেন, যার মধ্যে গাড়ীর ড্রাইভারও ছিলেন। তারা সলোমনডেলের একটি গির্জার প্রার্থনা থেকে গিয়ানির বাইরে মাগোরো গ্রামে যাচ্ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.