নেতানিয়াহুকে কড়া জবাব দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের প্রধানমন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন এক কট্টর ডানপন্থী ইসরাইলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (১৯ আগস্ট) অফিসিয়াল এক্স পোস্টে নেতানিয়াহু বলেন, ‘ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবেই মনে রাখবে, যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’ এসময় তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ করেছেন।

দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে ক্রমবর্ধমান টানাপোড়েনের পর নেতানিয়াহু এসব অভিযোগ করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়।’

এর আগে গত জুনে ইসরাইলপন্থি কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল। একই কারণে গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More