পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। জগদীপ ধনখড় জানিয়েছেন, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। ৭৪ বছর বয়সী ধনখড় আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More