মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে পৃথক অভিযানে ১৩ জন কথিত ‘জঙ্গি’কে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় ঘটে এবং ধ্বংস করা হয় জঙ্গিদের একাধিক আস্তানা। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর রোববার এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় পরিচালিত এক অভিযানে নয় জন জঙ্গি নিহত ও আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি), লেভিস ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালাকান্দে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করা হয়। আইএসপিআর-এর দাবি অনুযায়ী, নিহত জঙ্গিরা ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী’র সদস্য। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.