মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে আকাশে বেপরোয়া এলোপাথাড়ি গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ও ৮ বছরের এক কন্যাশিশু। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। এই ঘটনাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে। আজিজাবাদে একটি বেপরোয়া গুলিতে ৮ বছরের এক মেয়ে নিহত হয় এবং কোরাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি মারা যান। শহরজুড়ে অন্তত ৬৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে এলোপাথাড়ি গুলি চালানো বিপজ্জনক ও প্রাণঘাতী। তারা নাগরিকদের নিরাপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.