মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পাঞ্জাবগামী দুটি কোচ থেকে কমপক্ষে ৯ জন যাত্রীকে অপহরণের পর তাদের গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-দাকাই এলাকায় এ ঘটনা ঘটে। ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম বলেন, ‘দুটি কোচ থেকে অপহৃত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’ লাশগুলো রাখনিতে আনা হচ্ছে, সেখান থেকে নিহতদের নিজ নিজ পাঞ্জাবের এলাকায় পাঠানো হবে।’ বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিনদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি সশস্ত্র গোষ্ঠী একযোগে কাকাট, মাসতুং এবং সুর-দাকাই এলাকায় হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘সুর-দাকাই এলাকা থেকে কিছু যাত্রী অপহরণের খবর পাওয়া গেছে।’
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.