মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (সাবস্টেনশিয়াল নাম্বারস) ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত পরশু বৃহস্পতিবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। গত বছরের জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেয়া হচ্ছে, অনেক পরিমাণে দেয়া হচ্ছে। যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে, তার মধ্যে মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি। এই বিষয়ে জয়সওয়াল বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.