মাথাভাঙ্গা মনিটর: ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও দুই ডজন আহত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। এর পরপরই আগুন ধরে যায় এবং পরে তা সিগাচি কেমিক্যালসের পুরো এলাকা গ্রাস করে নেয়। আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। পরে ১১টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকেই ৫ শ্রমিকের মৃতদেহ পাওয়া যায়। হাসপাতালে আরও কয়েকজন মারা যান। বিকাল পর্যন্ত এ সংখ্যা ১২ তে পৌঁছেছে বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ নিশ্চিত করেছেন। বিস্ফোরণে তিনতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ঘটনার সময় কারখানাটিতে ৬৫ জনের মতো শ্রমিক ছিলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.