ভারতের হামলায় ১১ সেনাসহ নিহত ৫১ : জানালো পাকিস্তান
মাথাভাঙ্গা মনিটর: ভারতের চালানো হামলায় ৫১জন নিহত হয়েছেন। নিহদের মধ্যে ১১জন সশস্ত্র বাহিনীর সদস্য। সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। আইএসপিআর তাদের বিবৃতিতে বলছে, ভারতীয় সশস্ত্র বাহিনী গত ৬ ও ৭ মে রাতে উসকানিমূলক ও নিন্দনীয় কাপুরুষোচিত আক্রমণ শুরু করে। তারা নারী, শিশু এবং বয়স্কদেরসহ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য হামলা চালায়। এই বর্বরোচিত হামলার ফলে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন নারী ও ১৫জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ১২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন নারী এবং ২৭ শিশু রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশকে রক্ষায় ১১জন সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন এবং ৭৮জন আহত হয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.