মাথাভাঙ্গা মনিটর: দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার আদালত এ অভিযোগ আনেন। দেশটির সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, তাদের মধ্যে একজন মামুন আলী (৩১)। তিনি সাহিফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধিনে এ অভিযোগ আনা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদ- অথবা ৩০ বছর পর্যন্ত কারাদ- এবং জরিমানাও হতে পারে। অপরজন রেফাত বিশাত (২৭)। তিনি ২০২৫ সালের ১০ জুলাই হোনোর কোম্পানির এক্স-৬এ মডেলের মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.