মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় ও টর্নেডোর তা-বে অন্তত ২৭জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টর্নেডোতে আহত হয়েছেন আরও বহু মানুষ। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যের ১৮জন, মিসৌরিতে ৭জন এবং ভার্জিনিয়াতে ২জন মারা গেছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, টর্নেডোতে অঙ্গরাজ্যটির ১৮জনের মৃত্যু হয়েছে। মিসৌরিতে সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন সেন্ট লুইস শহরের বাসিন্দা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে কেন্টাকি রাজ্যের দক্ষিণ-পূর্বের লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মিসৌরি কর্তৃপক্ষ জানায়, টর্নেডোতে পাঁচ হাজারের মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ উড়ে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.