রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট, কী করবে ইউক্রেন?

স্টাফ রিপোর্টার:যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে আশানুরূপ ফল দিতে পারছে না বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

রোববার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন দৈনিকটি।

সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে একমাত্র কার্যকর ব্যবস্থা হলো প্যাট্রিয়ট। তবে সাম্প্রতিক বেশ কিছু হামলা এই সিস্টেম আটকাতে ব্যর্থ হয়েছে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, রুশ বিশেষজ্ঞরা তাদের অস্ত্র আধুনিকায়ন করে এমনভাবে তৈরি করছেন যাতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ভেদ করা যায়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইল একটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করেছে।পাশাপাশি চলতি শরতে ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে আরও কয়েকটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে আসার কথা রয়েছে।

তবে, ইউক্রেনের আকাশে অন্তত একটি কার্যকর প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে দেশটির ডজনেরও বেশি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন হবে। এমনটাই জোর দিয়ে বলেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

এদিকে, রাশিয়া জানিয়েছে, সোমবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২৫১টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলোর বেশিরভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলেও উল্লেখ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৬১টি কৃষ্ণসাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (৬ অক্টোবর) সকালে টেলিগ্রামে এ তথ্য জানায়।তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি। সূত্র: তাস ও রয়টার্স

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More