সিরিয়ায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৮৯

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে সশস্ত্র দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন উপজাতি যোদ্ধাদের মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। রোববার দেশটির রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে অপহৃতদের মুক্তি দেয়া হলেও সোমবার সুইদা শহরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষের পাল্টাপাল্টি মর্টার হামলায় আশপাশে কয়েকটি গ্রামে বহু মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলে সেনা মোতায়েন, ‘দ্রুত ও শক্তভাবে’ সংঘাত নিরসন ও বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোর চালুর প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More