মাথাভাঙ্গা মনিটর: সুদানের স্বর্ণের খনির আংশিক ধসে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি। রোববার এক বিবৃতিতে সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানায়, সুদানের উত্তর-পূর্ব লোহিত সাগর রাজ্যের এসএএফ-নিয়ন্ত্রিত শহর আতবারা এবং হাইয়ার মধ্যে অবস্থিত হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে কির্শ আল-ফিল খনির একটি কারিগরি খাদে ধসের ঘটনাটি ঘটেছে। এসএমআরসি জানায়, দুর্ঘটনায় আরও সাতজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং ‘জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি’র কারণে এর কার্যক্রম অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.