সৌদি আরবে ধরা পড়েছে হাজারো পাকিস্তানি ভিক্ষুক

মাথাভাঙ্গা মনিটর: গত ১৬ মাসে সৌদি আরব থেকে ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে, এবং অপর পাঁচটি দেশ থেকে আরও ৩৬৯ জনকে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। এই তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরানের করা এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দেন। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, জানুয়ারি ২০২৪ থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ফেরত পাঠানো হয় ৪,৮৫০ জনকে এবং চলতি বছরে এখন পর্যন্ত ৫৫২ জনকে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More