মাথাভাঙ্গা মনিটর: ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯৩৫ ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির। জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘর্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন। তিনি জানান, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারা-কর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন। তিনি বলেন, হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে এবং বন্দিদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তিনি এ ঘটনাকে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীন ইতিবাচক: মির্জা ফখরুল
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.