যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে আরও ব্যবসা করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে চাপ সৃষ্টি করেছেন, তার মধ্যে ১০৩টি বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে কোরিয়ান এয়ার।

এ লক্ষ্যে কোরীয় এয়ারলাইনটি মার্কিন এভিয়েশন জায়ান্ট বোয়িংয়ের সঙ্গে ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে।

দুই কোম্পানি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তির আওতায় বোয়িংয়ের ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ মডেলের যাত্রীবাহী জেট নেবে কোরিয়ান এয়ার।

কোম্পানির প্রধান ওয়াল্টার চো বলেছেন, নতুন এ জেটগুলো আসবে এক ‘সন্ধিক্ষণে’। তাতে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী বিমান কোম্পানির বহর আধুনিক হবে। ফলে আসিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে একীভূত হওয়ার সময় কোম্পানির প্রতিযোগিতামূলক থাকা নিশ্চিত হবে।

বিবিসি লিখেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা বাদে এ ঘোষণা আসে। এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ১৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

উড়োজাহাজ কেনার চুক্তি প্রকাশ করা হয় দুই দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে, সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী কিম জং-কোয়ান।

সিউলের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে হওয়া একাধিক চুক্তির একটি হচ্ছে কোরিয়ান এয়ারের চুক্তি।

সোমবারই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ২১ বিলিয়ন থেকে বাড়িয়ে ২৬ বিলিয়ন ডলার করবে।

ট্রাম্প ও লির বৈঠকের খানিকবাদেই হুন্দাই ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রে একটি নতুন কারখানা স্থাপন করবে, যেখানে বছরে ৩০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে।

বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের স্টেফানি পোপ কোরিয়ান এয়ারের ক্রয়াদেশকে ‘যুগান্তকারী চুক্তি’ বলে বর্ণনা করেছেন।

বিবিসি লিখেছে, এ চুক্তির আওতায় থাকবে ৫০টি বোয়িং ৭৩৭-১০ যাত্রীবাহী উড়োজাহাজ এবং ৪৫টি দূরপাল্লার জেট। কোরিয়ান এয়ার আটটি ৭৭৭-৮ ফ্রেইটার কার্গো উড়োজাহাজও কিনবে।

বোয়িং বলছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান বজায় থাকবে। বিশ্বজুড়ে কোম্পানির নিয়োগ করা জনশক্তির সংখ্যা ১ লাখ ৭০ হাজার।

সবশেষ চুক্তিসহ এ বছর বোয়িংয়ের কাছে কোরিয়ান এয়ারের ক্রয়াদেশ ও প্রতিশ্রুত বিমানের সংখ্যা সার্ধশতাধিক বলে বিবিসি জানিয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More