মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। মস্কোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, এটি একটি সাহসী সিদ্ধান্ত। মানবাধিকার লঙ্ঘন ও নারীবিদ্বেষী নীতির কারণে বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও তালেবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি রুশ সরকার। বৃহস্পতিবার কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে মুত্তাকির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশের গতি ত্বরান্বিত হবে। এই সম্পর্কে জ্বালানি, পরিবহন, কৃষি এবং আবাসন খাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনা রয়েছে। সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে তালেবান সরকারের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ক্রেমলিন।
পূর্ববর্তী পোস্ট
ফের ওয়েবস্টার-ক্যারের লড়াই : তবু প্রথম দিনে অলআউট অস্ট্রেলিয়া
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.