ওসমান হাদিকে হত্যায় পলাতক ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যায় পলাতক ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনার কারণেই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। তিনি পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতেন। নিষিদ্ধ হতে ভূমিকা রাখায় তাকে হত্যা করা হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম বাপ্পীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

১৭ জনের বিরুদ্ধে পেনাল কোর্টে অপরাধ প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলার বিষয়টি দাখিল করা হয়েছে । আমরা ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি।

আসামিদের মধ্যে পাঁচজন পলাতক, বাকিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ১৭ জন আসামির মধ্যে ১২ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পাঁচজন পলাতক রয়েছেন।  তাদের মধ্যে রয়েছে-প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তার বোন জেসমিন, ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম বাপ্পী, আলমগীর ও পিলিপ।

ডিএমপির ডিবি প্রধান আরও বলেন, আমরা ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হই। হত্যাকাণ্ডে ব্যবহারিত রিকশা, মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করি। হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সদস্যরাও আমাদের তদন্ত সহযোগিতা করেছে।

আসামি ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকটি ভিডিও প্রচার করেছে। এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, আসামির ভিডিও বার্তাগুলো আমরা দেখেছি। পর্যালোচনা করেছি। আসামি নিজেকে নির্দোষ দাবি করবে এটাই স্বাভাবিক।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More