কুষ্টিয়ায় ৪ রোগীর মৃত্যু, খুললো সব দোকান-শপিংমল

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় কোভিড-১৯ বা করোনায় আকান্ত হয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল থেকে বুধবার (০৮ জুলাই) দুপুর পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিজ বাড়ীতে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।
মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মা’সহ তিনজনই নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ৫০ থেকে ৭০র মধ্যে।
একদিকে হুহু করে বাড়ছে আক্রন্তের সংখ্যা অন্যদিকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি লংঘনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন শহরের ব্যবসায়ীরা। এতে বিষেশ করে কুষ্টিয়া সদর উপজেলার পৌর ও শহর এলাকার মানুষের মাঝে চরম শংকার ছাড়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মঙ্গলবার (০৭ জুলাই) পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ৮১৫জনে দাঁড়িয়েছে।
দীর্ঘ ২সপ্তাহ লকডাউন শেষে আজ বুধবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় খুলে দেয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও শপিং মল।
মঙ্গলবার (০৮ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা থেকে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক আসলাম হোসেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনায় মৃত: চারজন হলেন- কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী, কমলাপুর, স্টেডিয়ামপাড়া বা কালীশংকরপুরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ১৯ জন কোভিডে মারা গেলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More