গাংনীর সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশ পরিদর্শকের আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ!

স্টাফ রিপোর্টার:  দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন। মামলায় অভিযুক্তরা হলেন গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালে পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইনবহির্ভূত ও অবৈধ পন্থায় ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭শ’ ৮৪ টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭শ চার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। কুষ্টিয়া জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত তদন্ত দল তদন্তে প্রাথমিক সত্যতা পায়। এরপর দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ও মানি লন্ডারিং আইনের ৪ (২ ও ৩) ধারায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন। দুদক কুষ্টিয়ার লিগ্যাল অফিসার বাসেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে গাংনী থানার সাবেক ওসি হরেন্দ্রনাথ সরকার ফোনে জানান, ‘হ্যাঁ, এর আগে দুদক একটা তদন্ত করেছিলো। তবে মামলা হয়েছে, সেটা আমার জান। প্লিজ দয়া করে বিষয়টি ওই সব নিউজ-টিউজে আইনেন না। উনারা তো আমার ফাইলপত্রও ঠিকভাবে দেখে নেই, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি। উনারা আন্দাজে কীভাবে কী করলেন আমি বুঝলাম না’।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More